পবিত্র শবে মিরাজের নামাজের নিয়ম ও বাংলা নিয়ত সহ এবং পবিত্র শবে মেরাজের ক... - Islamer Rasta in Muslim

পবিত্র শবে মিরাজের নামাজের নিয়ম ও বাংলা নিয়ত সহ এবং পবিত্র শবে মেরাজের ক...




আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্, প্রিয় মুসলমান দ্বীনদ্বার মুত্তাকি ভাই ও বোনেরা। আপনারা কেমন আছেন। প্রিয় দর্শক শবে মেরাজ আমাদের  সামনে সমাগত। আজকের আলোচনা মূল বিষয়বস্তু হলো পবিত্র শবে মেরাজের নামাজের নিয়ম ও ফজিলত। বিস্তারিত জানতে দয়া করে ভিডিও টি না টেনে দেখুন।
পবিত্র শবে মেরাজের রাতে নামাজ আদায় করতে পারেন । কারন আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীজিকে তার ইচ্ছা একান্ত কাছে নিয়ে গিয়ে ছিলেন দাওয়াত দিয়ে। আল্লাহ পাক বলেন,কবা কাওছাইনি আও আদনা । এতটুকুই কাছে নিয়ে গিয়ে ছিলেন একটা তীর ধনুক টান দিলে যত টুকু তীর কাছাকাছি চলে আশে তার চেয়েও আরো কাছাকাছি চলে এসেছেন প্রিয় নবী আল্লাহ তায়ালার। সুবহানাল্লাহ্ সেখান থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রাসুলুল্লাহ (স:) এরশাদ করেছেন,আসসলামু মেরাজুল মুয়মিনিন (অর্থ- নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরুপ) সুবহানাল্লাহ্ প্রিয় দ্বীনদ্বার মুত্তাকি ভাই ও বোনেরা আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহকে কাছাকাছি পাওয়া জন্য  নামাজ ই হলো উওম পথ। এই জন্য পবিত্র শবে মেরাজের রাতে আসুন আমরা বেশী বেশী করে সলাত আদায় করি এবং পবিত্র মাহে রমজানে প্রস্তুতি গ্রহণ করি 
নামাজের নিয়ম
নামাজের নিয়ম হচ্ছে, দুই দুই রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। আপনি নিয়ত করে নিতে পারেন। যারা আরবীতে নিয়ত পারেন তারা আরবীতে করবেন এবং যারা বাংলায় নিয়ত পারেন তারা বাংলায় নিয়ত করবেন। নিয়ত হলো:আমি লাইলাতুল শবে মেরাজের দুই রাকাত নামাজ  আদায় করছি আল্লাহু আকবার বলে।
প্রিয় দর্শক, অতপর  আপনি সূরা ফাতিহার সাথে অন্য যেকোন একটি সূরা মিলিয়ে নামাজ শেষ করবেন। তবে উওম হচ্ছে সুরা ইখলাছ  প্রত্যেক রাকাতে পড়া, ১ বার ,২বার, তিন বার যে কয়েব বার পড়েন নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন। এভাবে বারটি রাকাত পড়া হচেছ উওম এই রাতে।
এভাবে আপনি তাহাজ্জুদ নামাজ,সালাতুল হাজত এবং তাসবিহ তাহলীল, কোরআন তোলোয়াত করতে পারেন। তাসবিহ তাহলীল হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুআকবার, আসতাগফিরুল্লাহ, এগুলো বেশী বেশী করে পরতে পারেন এবং আল্লাহ তায়ালা কোরআন তেলোয়াত খুব পছন্দ করেন।প্রিয় দর্শক, আল্লাহ তায়ালা হয়তো এগুলোর খাতিরে আমাদের মাফ করে দিতে পারেন।  আল্লাহ তায়ালা আমাদের এই পবিত্র শবে মেরাজের রাতে বেশী থেকে বেশী আমল করার তৌফিক দান করুন।

No comments

Powered by Blogger.