আইয়ামে বীজের রোজা কয়টি ও ফজিলত। সহীহ হাদিসে বর্নিত - Islamer Rasta in Muslim

আইয়ামে বীজের রোজা কয়টি ও ফজিলত। সহীহ হাদিসে বর্নিত


 আইয়ামে বীজের রোজা কয়টি এবং আরবি চন্দ্র মাসের কোন তারিখে আইয়ামে বীজের রোজা পালন করবো এবং তার ফজিলত।তাই ভিডিও টি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ন দেখার অনুরোধ করছি।

আইয়ামে বীজের  রোজা হলো তিনটি
মাত্র এই তিনটি রোজা রেখেই সারা বৎসর রোজ রাখার ছওয়াব অর্জন করতে পারি। সুবহানাল্লাহ, কোন তিনটি রোজা রাখলে আল্লাহ তায়ালা আমাদেরকে পরিপূর্ন একটি বৎসর রোযা রাখলে যে নেকী হয় আল্লাহ তায়ালা দান করবেন।  সেই তিনটি রোজা হচ্ছে আইয়ামে বীজ ।আইয়ামে বীজ অর্থ: আলোকিত দিন সমূহ বলা হয়ে থাকে। প্রত্যেক আরবী চন্দ্র মাসের ১৩.১৪ এবং ১৫ তারিখ কে আইয়ামে বীজে বলা হয় । চন্দ্র মাসের এই তিনটি তারিখ বেশি আলোকিত হয়। তাই এই তিন দিন কে আইয়ামে বীজ বলা হয়। নবী করীম (স) বিশেষ ভাবে এই তিন দিন নফল রোজা রাখার জন্য তার সাহাবা একরাম কে উৎসাহ প্রদান করতেন। নবী করীম (স) বলেছেন তোমরা যার এই নফল রোজা রাখতে চাও তারা বিশেষ ভাবে আইয়ামে বীজের ১৩,১৪ এবং ১৫ আরবীর চন্দ্র মাসে রোজা রাখবে। এই তিনটি রোজা যদি রাখতে পার তাহলে তোমরা পূর্ন একটি বৎসর রোজা রাখার যে ছওয়াব,নেকী বা ফযিলত হয় আল্লাহ তায়ালা তা দান করবেন। সুবহানাল্লাহ

মহানবী (স:) আইয়ামে বীজের রোজা অথাৎ আরবি মাসের ১৩,১৪ এবং ১৫ তারিখে এই ৩ টি রোজা পালন করতে আদেশ করতেন। আর তিনি বলেছেন, এটি সারা বছর রোজা রাখার মতই। (আবু দাউদ হাদিস নং ২৪৪৯)

যদি  একটি রোজার জন্য দশগুন করে ছওয়াব লেখা হয় তাহলে তিনটি রোজা জন্য ত্রিশগুন হয় অর্থাৎ পুরো এক মাসের রোজা রাখার ছওয়াব পাওয়া যায়(আলহামদুলিল্লাহ) এভাবে প্রতি মাসে তিনটি করে রোজা যদি রাখা হয় তাহলে দেখা যায় সারা বছরই রোজা রাখার ছওয়াব পাওয়া যাবে,(আলহামদুলিল্লাহ)



নবী করীম (স) সর্ব অবস্থায় আইয়ামে বীজের এই তিনদিন রোজা কে তিনি কখনই ত্যাগ করতেন না। সাহাবা একরাম বলেন, রাসুল আকরাম (স:)  যখন ঘড়ে থাকতেন বা বাহিরে থাকতেন ও সফরে থাকতেন সে সময় ও তিনি আইয়ামে বীজের এই তিনটি রোজা কখনই কাযা করতেন না। তাই সম্মানিত দীনি ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার আহব্বান  আমরা যারা নফল ইবাদত ও নফল রোজা রাখতে চাই তাহলে আইয়ামে বীজের আরবী চন্দ্র মাসে ১৩,১৪ এবং ১৫ তারিকে রোজা রাখব। তাই আমাদের চন্দ্র মাসের হিসাব রাখা অনেক জরুরী যাহাতে আমাদের এই ফজিলত পূর্ন রোযা গুলো কাযা হয়ে না যায়। আল্লাহ পাক আমাদের ফজিলত পূর্ন রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন 

No comments

Powered by Blogger.