কুকুর আজান এর সময় এবং মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন - Islamer Rasta in Muslim

কুকুর আজান এর সময় এবং মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন

 কুকুর আজান এর সময় এবং মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন


কুকুর আজান এর সময় এবং মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন

বাংলা অনুবাদ আসসালামু আলাইকুম, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আমাদেরে এক মাত্র কাজ হচ্ছে ইসলাম কে জানা। ইসলাম কি ইসলাম সর্ম্পকে বিস্তাররিত জানতে হলে আমাদের চ্যালের সাথে থাকুন এবং ইসলামের সৃষ্টি সর্ম্পকে আমাদের জানতে হবে। أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ হে বনী-আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে; যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি-যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, যারা বিশ্বাস স্থাপন করে না। আযাতটি দেখুনঃ কুরআন মাজীদ, সূরা আল আ'রাফ (উঁচুস্থানসমূহ), সূরা নম্বর ৭, আয়াত নম্বর ২৭; মক্কায় অবতীর্ণ। উপরের কুরআনের আয়াত থেকে এটা স্পষ্ট যে মানুষ জীন শয়তানকে দেখতে পাই না। হাদিসে এসেছেঃ কুকুর আজান এর সময় এবং মাঝ রাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে কেন আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সলাতের জন্য আযান দিতে থাকলে শায়ত্বন (শয়তান) পিঠ ফিরিয়ে পালায় ও বায়ু ছাড়তে থাকে, যাতে আযানের শব্দ তার কানে না পৌঁছে। আযান শেষ হয়ে গেলে সে ফিরে আসে। আবার যখন ইক্বামাত শুরু হয় পিঠ ফিরিয়ে পালাতে থাকে। ইক্বামাত শেষ হলে আবার ফিরে আসে। সলাতে মানুষের মনে সন্দেহ তৈরি করতে থাকে। সে বলে, অমুক বিষয় স্মরণ কর। অমুক বিষয় স্মরণ কর। যেসব বিষয় তার মনে ছিল না সব তখন তার মনে পড়ে যায়। পরিশেষে মানুষ অবচেতন হয় আর বলতে পারে না কত রাক্‘আত সলাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয়েছে।’’ হাদিসটি দেখুনঃ গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত), অধ্যায়ঃ পর্ব-৪ঃ সলাত (كتاب الصلاة), হাদিস নম্বরঃ ৬৫৫, পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - আযানের ফাযীলাত ও মুয়াযযিনের উত্তর দান; বুখারী, হাদিস নম্বর ৬০৮; মুসলিম, হাদিস নম্বর ৩৮৯




No comments

Powered by Blogger.