সিজদায় দোয়াটি একবার পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দার সকল গুনা মাফ করেন - Islamer Rasta in Muslim

সিজদায় দোয়াটি একবার পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দার সকল গুনা মাফ করেন



প্রিয় মুসলমান, এমন কি কোন মানুষ খুজে পাওয়া যাবে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তায়ালাকে ভালোবেসে খুশি করতে চায় না। এর একটাই উওর এমন কোন মানুষ খুজে পাওয়া যাবে না। যারা তার মহান প্রভুকে ভালোবাসে খুশি করতে চায় না। আমরা সকলেই চাই। আমাদের কর্মের দ্বারা আমাদের প্রভুকে খুশি করতে।
কিন্তু আমরা যদিও নফসের তারনায় শয়তানের প্ররোচনায় বিভিন্ন খারাপ পথে পথ ভ্রষ্ট হয়ে যাই। কিন্তু পরক্ষনেই যখন ফিরে আসি এবং তওবা করি আল্লাহ তায়ালা খুশি হয়ে যান।প্রিয় মুসলমান, রব্বুল আলামিন কে খুশি করার জন্য আজকে আমরা পবিত্র মাহে রমজান কে সামনে রেখে  নামাজের সিজদায় পরে একটি বিশেষ দোয়ার কথা বলবো । যে দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা অনেক অনেক খুশি হয়ে যান। রব্বুল আলামিন তার বান্দার নেক মনের আশার পূরন করে দিবেন। ইনশাআল্লাহ।প্রিয় মুসলমান,রসুল (স:)নিজেই বলেছেন, নামাজে বেশী করে সিজদা আদায় কর। কেননা প্রতি সিজদা জন্য তার সম্মান ১০০গুন বৃদ্ধি করে দেন এবং একটি পাপ ক্ষমা করেন।এছাড়াও রসুল (স:) তার একজন স্ত্রী কেউ বলেছেন আমার সাথে জান্নাতে থাকতে চাইলে বেশী বেশী সেজদা করে আমাকে সাহায্য কর। প্রিয় মুসলমান সিজদাতে যে দোয়া টি পড়লে আল্লাহ রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। রব্বুল আলামিন কে খুশি করা জন্য এই বিশেষ দোয়াটি  আমরা সিজদায় গিয়ে বেশী বেশী পড়ার চেষ্টা করবো।প্রিয় মুসলমান ভাই আমরা এই দোয়াটি প্রত্যেকে শিখে নেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এবং দোয়াটি বেশী বেশী আমল করবো।দোয়া টি হলো: সুবহানাযিল জাবারুতি,ওয়াল মালাকুমি, ওয়াল কিবরিয়া-ই ওয়াল আযমাতি(মুসনাদে আহমদ, তিরমিজি)
অর্থ: “পবিত্রতা ও মহিমা ঘোষনা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সম্রাজ্য, বিরাট গৌরব-পরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী“।(মুসনাদে আহমদ, তিরমিজি) আমরা অবশ্যই এই দোয়াটি আল্লাহ তায়ালার কাছে সিজদায় লুটিয়ে পড়ে পড়বো এবং আল্লাহ পাকের বরত্বের  কথা চিন্তা করবো। আল্লাহ তায়ালার অতি নিকটে যাওয়ার চেষ্টা করবো। রসুল (স:) নিজেই বলেছেন সিজদার মাধ্যে বান্দা আল্লাহ তায়ালার সবচেয়ে নিকট বর্তী হয়। আল্লাহ তায়ালা আমাদের  এই দোয়াটি বেশী বেশী পড়ার তওফিক দান করুন আমিন।
সিজদায় দোয়াটি একবার পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দার সকল গুনা মাফ করেন,সিজদায় দোয়াটি একবার পড়লে,দোয়াটি একবার পড়লে,আল্লাহ খুশি,আল্লাহ খুশি হয়ে বান্দার সকল গুনা মাফ,বান্দার সকল গুনা মাফ    


পবিত্র কোরআনুল কারিমের মাঝে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর ওপর একটি সিজদা ওয়াজিব হয়। সে আয়াতগুলোকে সিজদার আয়াত বলে।
সিজদার আয়াত পবিত্র কোরআন শরিফে মোট চৌদ্দটি। সবকটি সূরার আয়াত, নম্বর ও অর্থ দেয়া হলো।

(১) إِنَّ الَّذِينَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُون

অর্থ : নিশ্চয় যারা তোমার প্রভুর নিকট আছে তারা তার ইবাদতের ব্যাপারে অহঙ্কার করে না এবং তার তাসবিহ পাঠ করে, এবং তার জন্যই সিজদা করে। (সূরা আরাফ, আয়াত নং ২০৬)।

(২) وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ

অর্থ : আর আসমানসমূহ ও জমিনের সবকিছুই আল্লাহর জন্য অনুগত্য ও বাধ্য হয়ে সকাল সন্ধ্যায় সিজদা করে এবং তাদের ছায়াগুলোও। (সূরা রাদ, আয়াত নং ১৫)।

(৩) وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

অর্থ : আর আসমান ও জমিনের যত প্রাণী এবং ফেরেশতা আছে সবাই আল্লাহকেই সিজদা করে, তারা অহঙ্কার করে না। তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নিদের্শ দেয়া হয়, তারা তা পালন করে। (সূরা নাহল, আয়াত নং ৫০)।

(৪) قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا

অর্থ : (কাফেরদেরকে) বলে দাও, বলুন; তোমরা এতে ঈমান আন বা না-ই আন, যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছিল, তাদের সামনে যখন (কোরআন) পড়া হয় তখন তারা থুতনি ফেলে সিজদায় পড়ে যায়। আর তারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র মহান পবিত্র! আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। আর তারা কাঁদতে কাঁদতে থুতনির ওপর (সিজদায়) লুটিয়ে পড়ে এবং এটা তাদের অন্তরের বিনয় আরও বৃদ্ধি করে। (সূরা বনী ইসরাইল, আয়াত নং ১০৭-১০৯)।

No comments

Powered by Blogger.