রসূল (স:) এর ঘুম হইতে উঠিবার পর সুন্নাহসমূহ দুনিয়ায় শাস্তি এবং আখিরাতে শ... - Islamer Rasta in Muslim

রসূল (স:) এর ঘুম হইতে উঠিবার পর সুন্নাহসমূহ দুনিয়ায় শাস্তি এবং আখিরাতে শ...


ঘুম থেকে উঠার সুন্নাত সমূহ
১. ঘুম থেকে উঠেই উভয় হাত দ্বারা মুখমণ্ডল এবং চক্ষুদ্বয়কে হালকাভাবে মর্দন করা, যাতে ঘুমের ভাব দূর হয়ে যায়।(বুখারী শরীফ, হাদীস নং-১৮৩)
২. ঘুম হতে উঠার পর এই দু‘আ পড়াঃ
 اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُوْرْ
 (বুখারী শরীফ, হাদীস নং-৬৩২৪)
৩. যখনই ঘুম হতে উঠা হয়, তখনই মিসওয়াক করা একটা সুন্নাত। উযূ করার সময় উযূর সুন্নাত হিসেবে মিসওয়াক করা। (বুখারী শরীফ, হাদীস নং-২৪৫/ আবু দাউদ, হাদীস নং-৪৭)

No comments

Powered by Blogger.