পবিত্র শাবান মাসের আমল ও ফজিলত। ইমান বাড়বে। হায়াত বৃদ্ধি - Islamer Rasta in Muslim

পবিত্র শাবান মাসের আমল ও ফজিলত। ইমান বাড়বে। হায়াত বৃদ্ধি


পবিত্র শাবান মাসের আমল ও ফজিলত। তাই ভিডিও না টেনে সম্পূর্ন দেখুন।প্রিয় দর্শক শাবান মাসের আমল মুসলমানের জন্য অতি গুরুত্বপূর্ন। শাবান এটি আরবি শব্দ এর অর্থ চারদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তার হওয়ার মাস। এ মাসে আল্লাহ তায়ালা পৃথীবি বাসির উপর তার রহমত বিস্তার  করেন। এ কারনে একে শাবান মাস বলা হয়।হযরত আনাস (রা:)বলেন, রসুল (স:) এরশাদ করেছেন, শাবান এর নাম এই জন্যই শাবান রাখা হয়েছে। এতে রমজানের জন্য বেশি বেশি পূন? প্রকাশ পায় এবং সত কাজ প্রকাশ পায়। রমজান কে এই জন্যই রমজান নাম করন করা হয়েছে যে এটা গুনাহ কে জ্বালিয়ে দেয়।হাদিস শরিফে বর্ণিত আছে, হযরত আনাস ইবনে মালেক (রা:)বলেন, রসুলুল্লাহ (স:) এরশাদ করেন,রজর এর ফজিলত সমস্ত মাসের উপর এমন। যেমন কুরআন এর ফজিলত সমস্ত কালামের উপর।আর শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন। যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর। আর রমজানের ফজিলত সমস্ত মাসের উপর এমন  যেমন আর আল্লাহ তায়ালার ফজিলত সমস্ত মাখলুকাতের উপর সুবহানাল্লাহ।প্রিয় দর্শক রসূল(স:) শাবান মাস উপলক্ষে কি আমল করছেন। শাবান এর ফজিলতের কারনে রসুল (স:) এ মাসে অন্যান্য মাসের তুলনায় এ মাসে বেশি বেশি রোজা রাখতেন।আয়েশা (রা:) থেকে বর্ণিত রসুল (স:) কে জিজ্ঞাসা করলেন  ইয়া রসূল আল্লাহ আপনি শাবান মাসে এত বেশী রোজা রাখেন কেন? রসুল (স:) বললেন, এ মাসে মালাকুল মওত এর কাছে সে সমস্ত লোকদের তালিকা দেওয়া হয় যারা  এ বছর মারা যাবে। আমি চাই মৃত্যুর পরওয়ানা লেখার হোক  যে সময় আমি রোজাদার ।  প্রিয় দর্শক, অন্য এক হাদিসে আছে তোমরা যেভাবে মৃত্যু বরন করবে সেভাবে হাশর হবে। আর তোমাদের মৃত্যু সে ভাবে হবে  যেভাবে তোমরা জীবন জাপন করবে।প্র্রিয় দর্শক শাবান মাস অতিগুরুত্ব পূর্ন মাস এ মাসে কেবল রমজানের অপেক্ষায় থাকলে হবে না বরং রমজান আশার আগেই সমন্ত গুনাহ মাফ করিয়ে নিতে হবে। আর রমজানের আমলের দ্বার মর্যাদা বৃদ্ধি পাবে।প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমাদের কখন মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না । তাই আমাদের উচিত হলো  রসুল (স:) যে ভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে ভালোবেসে।শাবান মাসে রসুল(স:) যে আমল টি করেছেন ‘আল্লাহুমা বারিক লানা ফি রজব শাবান‘ বেশি বেশি রোজা পালনে করেছেন। এই আমল গুলো করার চেষ্টা করবো।শায়খ আব্দুল কাদের জিলানী (রহ:) শাবানের ব্যাখা করেছেন, শাবান শব্দের মধ্যে পাঁচটি শব্দ রয়েছে  ‘শীন‘ দ্বারা ‘শারফুন‘ অর্থ ‘সম্মান বুজায়‘, ‘আইন’ দ্বারা ‘উলমুন‘ অর্থ‘সমদ্ধি‘ বুঝায়, ‘বা‘ দ্বারা ‘বিররুন‘ অর্থ ‘নেকী‘ বুঝায়, আলিফ দ্বারা-উলফাত অর্থ- ভালোবাসা বুঝায়, ‘নূন‘ দ্বারা ‘নুরুন‘ ‘আলো‘ বুঝায়। এককথায় কোন বান্দা যদি বেশি বেশি শাবান মাসে ইবাদত করে  তাহলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে সম্মান,সমদ্ধি,নেকী, আল্লাহ ভালোবাসা,  ইমানের আলো বৃদ্ধি করে দিবেন।তাই আমরা শাবান মাসে এই আমলগুলো করবো এবং রসুল(স:) যে দোয়াটি পাঠ করেছেন বেশী বেশী পাঠ করবো। এর দ্বারা হায়াতের মধ্যে বরকত পাবো,রিজিকের মধ্যে বরকত পাবো। এই দোয়ার  মাধ্যেমে সকল  কাজের রবকত পাবো এর উছিলায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পবিত্র শাবান মাসের নেক আমল করার তৌফিক দান করুন। আমিন

No comments

Powered by Blogger.