২৪ ঘন্টা গুনাহ থেকে বেঁচে থাকার আমল।প্রতিদিন ১ বার পাঠ করলে - Islamer Rasta in Muslim

২৪ ঘন্টা গুনাহ থেকে বেঁচে থাকার আমল।প্রতিদিন ১ বার পাঠ করলে





চব্বিশ ঘন্টা গুনাহ থেকে মুক্ত হওয়ার দোয়া।মহান আল্লাহ তায়ালা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা সারাক্ষন নিয়ামতের ভিতর ডুবে আছি। এসব নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা জরুরী। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের উওম পন্থা হলো। আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর নিয়ামত ব্যবহার করা। প্রিয় দর্শক, আর সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলো আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতে না শুকরিয়া করা।  তার দেওয়া সব কিছু উপভোগ করে গুনাহের কাজে লিপ্ত হওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের সকল গুনাহের বিবরন দিয়ে দিয়েছেন এবং রসুল (স:) তার উম্মত কে সর্তক করে গেছেন। তিনি বলেছেন তোমাদের প্রধান শত্রু দুই টি তা হলো- নফস এবং শয়তান, শয়তানের ধোকা থেকে বাচাই আমাদের পরীক্ষা আর নফসের মাধ্যেমে গুনাহ তৈরি হবে ভালো কাজের আগ্রহ সৃষ্টি হবে। এমন কোন মানুষ নেই তার মধ্যে গুনাহের আসক্তি তৈরি হয় না। মানুষ ফেরশতার মত নয় যে গুনাহের  উদরেগ হবে না। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে শুধুই ইবাদতের জন্য। তাদের অন্তরে এসব আশে না।প্রিয় দর্শক, মানুষের মনে গুনাহের চাহিদা সৃষ্টি হবে। এসব গুনাহের চাদিহা দুর করতে হবে আমলের মাধ্যেমে।ইবাদতের মাধ্যেমে এবং নিজের নফস কে সর্তক রাখার মাধ্যে,আল্লাহকে ভয় ভীতির মাধ্যেমে।প্রিয় নবী (স:) আমাদের কে এম কিছু দোয়া শিখিয়ে গেছেন সেগুলো নিয়মিন আমল করলে।সেই নফস শয়তান থেকে বাচা যাবে। সুপ্রিয় দর্শক আজ এমন একটি দোয়ার কথা বলবো সহিহ হাদিস থেকে যে দোয়াটি প্রতিদিন কমপক্ষে একবার হলেও পড়বেন। যে দোয়াটি পড়লে নফসের কুপ্রভৃৃত্তি ও কৃ মন্ত্রনা থেকে বাঁচা যাবে।হযরত যায়েদ বিন আরকাম (রা:) বলেন, আমি তোমাকে এমন কথাই বলবো যাহা মহানবী (স:) থেকে শুনেছি, রসুল (স:) এই দোয়াটি পাঠ করতেন। (সহীহ মুসলিম,হাদিস নং-২৭২২)দোয়া টি হলো-  আল্লাহুম্মা আ‘তি নাফছি তাকওয়াহা‘ ওয়া যাক্কিহা আনতা খইরুম মান যাক্কাহা আনতা ওয়ালিইয়্যুহা ওয়া মাওলাহা।

অর্থ- হে আল্লাহ, আপনি আমার (নফছ) মনকে তাকওয়া দান করুন, তাকে পুতপবিত্র করুন,আপনিই আমার মনকে তো সর্বো উওম তাকওয়া দান কারী, আপনি তার অভিভাবক এবং তার গার্ডিয়ান।
প্রিয় দর্শক এই দোয়া যেকোন নামাজের পর এবং যেকোন সময় প্রতিদিন কমপক্ষে একবার হলেও পড়বেন। তাহলে গুনাহ থেকে বাঁচতে পাড়বেন। আল্লাহ পাক আমাদে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন

No comments

Powered by Blogger.