ইস্তেগফার এই দোয়া টি পড়লে আল্লাহ পাক আশ্চার্য হন।ক্ষমা করে দেন এবং ঈমান ... - Islamer Rasta in Muslim

ইস্তেগফার এই দোয়া টি পড়লে আল্লাহ পাক আশ্চার্য হন।ক্ষমা করে দেন এবং ঈমান ...


ইস্তেগফার এই  ইস্তেগফার টি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আশ্চার্য হোন।
পবিত্র কোরআনের অনেক আয়াতে  মহান রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অধিক এস্তেগফারের তাগিদ দিয়েছেন। কারন আমরা সবাই গুনাহগার, ইচ্ছায় অন ইচ্ছা, প্রকাশ্যে, গোপনে আমরা প্রতিনিয়ত অনেক  গুনাহ করে থাকি। কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম গুনাহ হলে গেলে মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে নেয়। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত এস্তেগফার ছাড়া আমাদের মুক্তির কোন পথ নেই। আমরা যতই গুনাহগার হই তিনি তার চেয়ে কোটি গুন ক্ষমাশীল। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে,  আর কেউ কোন মন্দ কাজ করে অথবা নিজের প্রতি ‍যুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ফলে আল্লাহকে সে ক্ষমাশীল পরমদয়ালু পাবে (সুরা নিসা আয়াত-১১০) 

প্রিয় দর্শক একটি হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস (রা:) হতে বর্নিত, রাসুল (স)) এরশাদ করেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে  আল্লাহ পাক তার সব সংকট উত্তরনের পথ বের করে দিবেন। সব দুশচিন্তা দুর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। পরিবারে শান্তি  আশে,ঈমানের শক্তি বৃ্দ্ধি পায়, আাল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সুনানে তিরমিযী, হাদিস নং- ৩৪৪৬

প্রিয় দর্শক হযরত মুহাম্মদ (স) আলী (রা) কে লক্ষ্য করে বললেন নিশ্চই তোমার প্রভু তার ঐ বান্দার প্রতি আশ্চার্যহন যে বান্দা এই দোয়া বলে,


রব্বিগফির লী যুনুবী ইন্নাহু লা ইয়াগফিরুয যুনূবা গইরুক ।

অর্থ: হে আমার পালনকর্তা আপনি আমার  গুনাহ গুলো ক্ষমা করে দিন, আপনাকে ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

সুপ্রিয়দর্শক  আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পড়ে তওবা করি এবং ইস্তেগফার টি বেশি বেশি পড়ি।  আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন এবং আশ্চার্য
 হবেন। আল্লাহ পাক আমাদের ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আমিন


No comments

Powered by Blogger.