জীবনে ০১ বার তওবার নামাজ পড়লে সমস্ত গুনাহ মাফ হবে এবং নামাজ কিভাবে পড়বেন... - Islamer Rasta in Muslim

জীবনে ০১ বার তওবার নামাজ পড়লে সমস্ত গুনাহ মাফ হবে এবং নামাজ কিভাবে পড়বেন...




আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, সুপ্রিয় ইসলামের রাস্তার দর্শক মন্ডলী । আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আল্লাহর রহমতে ভালো আছেন।প্রিয় দর্শক শবে মেরাজ এবং রমজানের প্রস্তুতি হিসেবে সর্ব শ্রেষ্ঠ সালাত হতে পারে। নফল সালাত গুলোর মধ্যে তওবার সালাত। আমরা অনেকেই জানিনা যে সালাত টি জীবনে অন্তত একবার পড়ার মাধ্যেমে আমর সারা জীবনের গুনাগাথা মাফ করিয়ে নিতে পারি।আজকের ভিডিওতে আমি আপনাদেরেকে জানাবো যে, তওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তওবার নামাজ কি জন্য পড়তে হয়?  বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অব্যশই দেখুন।আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে,হযরত মুহাম্মদ (স:) দৈনিক সওর বার এবং অণ্য এক বর্ণনায় আছে দৈনিকে একশত বার তওবা করতেন।তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পৃথিবীর বুকে তিনিই সর্বপ্রথম তওবা করেছেন। আর তিনি যে তওবার দোয়াটি পড়ে ছিলেন সেটা পবিত্র কুরআনে এসেছে।প্রিয় মুমিন মুসলমান আমরা চাইলে তওবার সালাতের সেজদার গিয়ে এভাবে আল্লাহ তাআলার কাছে পড়তে পারি। রব্বনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্ন মিনাল খসেরীন।প্রিয় মুমিন মুসলমান এই দোয়ার রবকতে মহান আল্লাহ তায়ালা হযরত আদম (আ:) এবং মা হাওয়া (আ:) এর অতীত জীবনের গুনাহ, গন্ধম ফল খাওয়ার গুনা, জান্নাতের সেই গাছের নিচে যাওয়ার গুনা, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার গুনা, সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন এই একটি দোয়ার বরকতে। আমরা অবশ্যই তওবার নামাজে দোয়া টি পড়বো।এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম ১১০ বার দোয়ায় ইস্তেগফার পাঠ করে দুই রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ১১০ বার দোয়ায় ইস্তেগফার পড়ে তারপর কয়েকবার দুুরুদ শরীফ। গুনাহ মাফের জন্য খাস করে মোনাজাত করতে হবে।চলুন বিস্তারিত ভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নিই, প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। এই দোয়াটি পড়ে আপনি শিরক থেকে মুক্তি হয় রব্বুল আলামীনের দরবারে  মোতাওয়াজ্জিত হবেন। তারপর আপনি নামাজের নিয়ত করবেন যে, আপনি তওবার দুই রাকাত নামাজ কিবলামুখি হয়ে আদায় করছেন আল্লাহু আকবার।নিয়ত উচ্চস্বরে পড়ার প্রয়োজন নেই, নিয়ত মনে মনে করলেই হবে।আল্লাহ পাক বান্দার মনের খরব জানেন। তারপর নামাজের গুরুতে সানা পড়ে নিবেন। তারপর বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বেন, তারপর যেকোন একটা সুরা মিলিয়ে পড়বেন।তারপর রুকু -সিজদাহ করবেন।দ্বিতীয় রাকাতে আবারো সুরা ফাতিহা এবং যেকোনো একটি সুরা পাঠ করবেন এবং রুকু -সিজদা করবেন।তারপর বসে আত্তাহিয়্যাতু, দুরুদ শরীফ এবং দোয়ায় মাসুরা পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে ১১০ বার দোয়া  ইস্তেগফার পড়ুন। তারপর কয়েকবার দুরুদ শরীফ পড়ুন। আল্লাহ তায়ালার নিকট দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন।সুবহানাল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের তওবার সালাত আদায় করার তৌফক দান করুন। আমিন

No comments

Powered by Blogger.