এই ছোট সূরাটি পড়ে ফু দিলে বাচ্চার স্মরন শক্তি বৃদ্ধি হবে এবং পড়ায় মন বসবে - Islamer Rasta in Muslim

এই ছোট সূরাটি পড়ে ফু দিলে বাচ্চার স্মরন শক্তি বৃদ্ধি হবে এবং পড়ায় মন বসবে


ছোট বাচ্চাদের ব্রেন শক্তি কিভাবে বাড়াবো। প্রিয় দর্শক আমাদের সমাজে অনেকেই চিন্তিত যে আমার ছেলে মেয়ে পড়া লেখায় দুর্বল,  কোন কিছু মনে থাকে না। পড়া লেখায় মন বসে না, পড়া লেখা করতে চায় না।  আজকে যে আমলটির নিয়ে আলোচনা করবো তা যদি  যথাযথ ভাবে পালন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার পড়া লেখায় মন বসবে,পড়া লেখা মনে থাকবে, এবং ব্রেন খুব র্সাফ হবে। ইনশাআল্লাহ।প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন। এটি কোন শরীয়তের আমল না এবং এটি কোন মাসআলা না্। এটি একটি কুরআনিক চিকিৎসা। কেননা কুরআনের একটি নাম হচ্ছে শিফা। রসুল (স:) বলেছেন “ খাইরুদ্দাবাই আল কোরআন“ অর্থাৎ সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআন পাক (সুবহানাল্লাহ) সুনানে মাজহাতে হাদিস টি আছে

রাসুল (স) ঘোষনা করেছেন যে, যে বাক্যের মধ্যে শিরিক হবার মতো কোন শব্দ নাই। ঐ ধরনের কোন বাক্য ব্যবহার করে দম করতে কোন সমস্যা নাই (মুসলিম, আবু দাউদ) রসুল (স) এটিও বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অন্য ভাইয়ের কোন বস্তু দ্বারা উপকার করতে পারে তাহলে করবে সুতরাং আমলটি করার নিয়শ বলছি, প্রথমে ৩বার দুরুদে ইব্রাহিম পড়ুন। তারপর সুরা আলাম নাশরহ ৭ বার পড়ুন। শেষে আবার ৩বার দুরুদে ইব্রাহিম পরে পানিতে ফুঁদিয়ে বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে।

প্রিয় দর্শক আরেকটি আমল করেনিতে পারেন।কিছু কিচমিচ নিন। কিচমিচ নিয়ে বিসমিল্লাহ হির রহমানির  রহীম এর সাথে সুরা আলাম নাশরহ ৭ বার পড়ুন। তারপর কিচমিচের মধ্যে ৭ বার ফুক দিন এবং প্রতিদিন ৭ টি করে সকালে ঘুম থেকে উঠার পর খাওয়ান। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে।
 
সুরা আলাম নাশরহ

অর্থাৎ আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেয় নি? আপনার উপর হতে আপনার সেই বোঝা লাঘব করে দিয়েছি। যা আপনার  পৃষ্ঠকে বক্র করে দিয়েছিলো আপনার স্মরনকে আমি মহিমান্বিত ও উচ্চ করে দেয়ছি। কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতে পরিশ্রম করুন। এবং সীয়  প্রতিপালকের  প্রতি মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ। 

প্রিয় দর্শক, কতটা আবেগ মিশ্রত কন্ঠে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের নিকট  এই ‍সুরা টি নাযিল করেছেন। আপনি আপনার সন্তানের জন্য এই সুরাটির উছিলায় সুরাটি পড়ে আমলগুলো করেতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিশ্রমের ফলাফল আল্লাহ পাক দান করবেন এবং আপনি নিজহাতে দেখতে পাবেরন। আল্লাহ পাক আমাদের সন্তানদের জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন

No comments

Powered by Blogger.